বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার মার্কিন কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
expand
এবার মার্কিন কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের বহুল আলোচিত বৈঠকের আগে এ পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তিনটি মার্কিন কোম্পানিকে তারা ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত চীনের সঙ্গে আর কোনো বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।

মন্ত্রণালয়ের দাবি, এ প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় যুক্ত, যা চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান হলো—মানববিহীন যান তৈরির কোম্পানি সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারকম, এবং সমুদ্র তলদেশ প্রকৌশল সংস্থা ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল।

এছাড়া আলাদা করে আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তারা সামরিক বা বেসামরিক উভয় খাতেই দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যের কোনো চালান চীন থেকে গ্রহণ করতে পারবে না। এ তিন প্রতিষ্ঠান হলো—হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (সামরিক জাহাজ নির্মাতা), প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ (ইঞ্জিনিয়ারিং ও সুবিধা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান) এবং গ্লোবাল ডাইমেনশনস (ইন্টেলিজেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান)।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এসব প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ডের মাধ্যমে চীনের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি তৈরি করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন