বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মা মারা গেছে বুঝতেই পারেনি, বিস্কুট-জেলি খেয়ে দিন কাটল শিশুটির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
মা মারা গিয়েছে বুঝতেই পারেনি, বিস্কুট-জেলি খেয়ে কয়েক দিন দেহের পাশে বসে থাকল দু’বছরের ছেলে!
expand
মা মারা গিয়েছে বুঝতেই পারেনি, বিস্কুট-জেলি খেয়ে কয়েক দিন দেহের পাশে বসে থাকল দু’বছরের ছেলে!

মা মারা গেছে বুঝতেই পারেনি, বিস্কুট-জেলি খেয়ে কয়েক দিন দেহের পাশে বসে থাকল দু’বছরের ছেলে।

দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মায়ের মৃত্যু টেরই পায়নি দুই বছরের শিশু। কয়েক দিন ধরে মৃতদেহের পাশেই বসে ছিল সে।

মায়ের ঘরে থাকা কেক, বিস্কুট, জেলি ও চিপস খেয়েই কোনভাবে জীবন বাঁচিয়েছে শিশুটি।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মৃত তরুণীর নাম ঝেং (২৮)। তিনি দুই বছরের ছেলে মিয়ানমিয়ানকে নিয়ে ওয়েনঝোর ক্যানগান কাউন্টিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন।

কয়েক দিন ধরে ঝেংয়ের কোনো খোঁজ না পেয়ে তার এক বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের ভেতরে ঝেংয়ের মৃতদেহ উদ্ধার করে।

পাশে বসে ছিল নিস্তেজ মিয়ানমিয়ান। তার জামাকাপড়ও ময়লা হয়ে গিয়েছিল।

পুলিশ জানায়, শিশুটি বুঝতেই পারেনি যে তার মা আর নেই। ঘরে থাকা শুকনো খাবার খেয়ে বেঁচে ছিল সে। শিশুটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তে জানা গেছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর পুত্রকে নিয়ে একাই থাকতেন ঝেং। তিনি এর আগে দুইবার বিয়ে করেছিলেন, তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন ঝেং। পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে এক নিকটাত্মীয়ের দাবি, একাধিকবার আত্মহত্যার কথাও বলেছিলেন ঝেং। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই ঘটনাটি চীনে ব্যাপক আলোড়ন ফেলেছে। সামাজিক মাধ্যমে অনেকেই শিশুটির প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন