বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলায় নিহত ২৬ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়া ব্যাপক আক্রমণ চালিয়েছে, যেখানে তিন শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৯৩ জন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ার এ ধরনের হামলা সবচেয়ে প্রাণঘাতী হিসেবেই বিবেচিত হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে টার্পোনিল শহরে এই ভয়াবহ হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমাঞ্চলের লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক এলাকাতেও হামলা চালানো হয়। পাশাপাশি দেশের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ার এক্স–১০১ ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র শহরের একটি আবাসিকে আঘাত হানে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, টার্পোনিলে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর দাবি, এই আক্রমণে রাশিয়া ৪৭০–এর বেশি ড্রোন এবং অন্তত ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

এ ঘটনার আগে উত্তরাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর আরেক আক্রমণে অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন