

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কামচাটকা অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।
এর আগে গত জুলাই মাসে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যা পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করতে বাধ্য করেছিল।
মন্তব্য করুন

