শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
expand
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বুধবার সকালে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে এসেছেন। সবার বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

প্রায় চার ঘণ্টা ধরে চলা অভিযানে মোট ২১৯ জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১৮৪ জনকে গ্রেফতার করা হয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু শ্রমিক অনুমোদনবিহীনভাবে কাজ করছিলেন এবং কেউ কেউ বৈধ পরিচয়পত্র ছাড়াই সেখানে অবস্থান করছিলেন।

অভিযানের সময় কিছু বিদেশি শ্রমিক বিদ্যুৎ সরঞ্জামের পেছনে বা কারখানার পণ্যের স্তূপের ভেতর লুকিয়ে পড়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত সবাইকে শনাক্ত করে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, শ্রমবাজারে অননুমোদিত বিদেশি কর্মীর সংখ্যা কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন