

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি বয়স্ক নিবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে তুজলা শহরে, যা রাজধানী সারাজেভো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নার্সিংহোম ভবনের সপ্তম তলায়। দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় আহতদের মধ্যে দমকল বাহিনীর পাঁচজন সদস্য ও তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের সবাইকে তুজলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, নার্সিংহোমটির অধিকাংশ বাসিন্দাই অসুস্থ বা শয্যাশায়ী ছিলেন, ফলে তাদের সরিয়ে নিতে সময় লেগেছে। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে— ভবনের উপরের তলা থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।
মন্তব্য করুন
