

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা ও দেশটির সাবেক রানি সিরিকিত আর নেই। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
থাই রয়্যাল প্যালেসের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রানি সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী— যিনি থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। ২০১৬ সালে রাজা ভূমিবলের মৃত্যু হয়। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় তাঁরা দাম্পত্য জীবন কাটিয়েছেন।
রাজার কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজা মাহা ভাজিরালংকর্ন তাঁর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া রাজকীয় মর্যাদায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে রাখা হবে, এবং রাজপরিবার এক বছরের জন্য শোক পালন করবে।
সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, সাবেক রানির মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ানের নেতাদের সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছেন।
মন্তব্য করুন
