রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফিলিপাইনের তে দাভাও অক্সিডেন্টাল উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) একথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০ টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর গালফ নিউজের।

দেশটির ভূকম্পবিদরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১০ টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শক্তিশালী ভূমিকম্প হলেও ফিলিপাইন দ্বীপপুঞ্জে কোনো সুনামির হুমকি নেই।

দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। সারাঙ্গানির মালুঙ্গন এবং কিয়াম্বা; দক্ষিণ কোটাবাটোর টুপি এবং করোনাডাল শহর এবং সুলতান কুদারাতে পালিমবাংয়ে কম্পন অনভূত হয়।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সম্ভাব্য আফটারশক বা ছোটখাটো ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প ঘন ঘন ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X