রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ মিনিট অপেক্ষা করেও পুতিনের দেখা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফে
expand
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফে

তুর্কমেনিস্তানে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকের সময় নির্ধারিত ছিল। কিন্তু পরিকল্পনা মতো আর তা হয়নি। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও পুতিন উপস্থিত না হওয়ায় বৈঠক কক্ষ ত্যাগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগে পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন, যা নির্ধারিত সময় ছাড়িয়ে দীর্ঘ হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম আরটির ভারতের বিভাগ জানায়, শেহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে সঙ্গে নিয়ে একটি আলাদা কক্ষে রুশ প্রেসিডেন্টের অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে তিনি বিরক্ত হয়ে ওঠেন বলেও জানা যায়।

অবশেষে তিনি পুতিন–এরদোয়ানের বৈঠক চলছে এমন কক্ষে প্রবেশ করেন। তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, নাকি তিনি নিজ সিদ্ধান্তে ঢুকেছেন—তা স্পষ্ট নয়।

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই এটি নিয়ে বিদ্রূপ করছেন। অনেকে এটিকে কূটনৈতিক শিষ্টাচারগত ভুল হিসেবেও মন্তব্য করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X