শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কঙ্গোতে দুই নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম
expand
কঙ্গোতে দুই নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুটি নৌদুর্ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১৫০ জন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, একুয়াটর প্রদেশে বুধবার ও বৃহস্পতিবার, প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে আলাদা দুটি স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।

ডিআরসির মানবিক বিষয়ক মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে যাত্রীবোঝাই একটি বড় নৌকা (হোয়েলবোট) আগুন ধরে যায় এবং পরে ডুবে যায়। প্রায় ৫০০ যাত্রী বহনকারী নৌকাটিতে প্রাণ হারান ১০৭ জন। দুর্ঘটনার পর ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪৬ জন।

এর একদিন আগে বুধবার, একুয়াটর প্রদেশের বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে কমপক্ষে ৮৬ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত যাত্রীবোঝাই এবং রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে।

নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের সহায়তা এবং জীবিতদের নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন