

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের রাজধানী কাম্পালা-গুলু মহাসড়কে বুধবার (২২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, কাম্পালা থেকে গুলুগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি লরি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি পড়ে। সংঘর্ষ এড়াতে চালক নিয়ন্ত্রণ হারালে ‘চেইন রিঅ্যাকশন’-এর মতো একের পর এক গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে অন্তত চারটি যানবাহন উল্টে যায় এবং ঘটনাস্থলেই বহু মানুষ মারা যান।
উগান্ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দুটি বাসের পাশাপাশি অন্যান্য যানবাহনের যাত্রীও হতাহত হয়েছেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কিরিয়ান্দোঙ্গো হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল ছিল রক্তে ভেজা ও আতঙ্কজনক। বহু আহত ব্যক্তি হাত-পা ভাঙা অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। তিনি বলেন, “আমাদের স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে যোগ দেওয়ার পরও বহুজনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।”
স্থানীয় সূত্র জানায়, উগান্ডার অনেক মহাসড়ক সরু ও বাঁকানো হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের কারণে মৃত্যুর হার বেশি। তবে একসঙ্গে এত মানুষের প্রাণহানির ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন।
সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই উগান্ডায় সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: অলআফ্রিকা
মন্তব্য করুন
