শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ত্রিভুজ প্রেম’ সংঘর্ষে ১৪ সেনা সদস্য নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দক্ষিণ সুদানে এক প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে অন্তত ১৪ জন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী তেলসমৃদ্ধ আবিয়েই বক্স অঞ্চলের একটি বাজার এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে সরকারপন্থি ও বিরোধী পক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইউনিফায়েড ভিআইপি প্রোটেকশন ফোর্সের সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।

দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, ঘটনাটি মূলত ব্যক্তিগত কারণে শুরু হলেও পরবর্তীতে তা ব্যাপক আকার ধারণ করে। তার ভাষায়, “দুই কর্মকর্তা একই নারীর সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিষয়টি নিয়ে বিতর্কের একপর্যায়ে মাচারপন্থি এক কর্মকর্তা গুলি চালান, এতে অপর পক্ষের এক সদস্য নিহত হন।” এরপর উভয় পক্ষের দেহরক্ষীরা পাল্টা গুলি ছোড়ে এবং সংঘর্ষ দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় ছয়জন মাচারপন্থি (এসপিএলএ-আইও) এবং আটজন সরকারি বাহিনীর সদস্য (এসএসপিডিএফ) নিহত হয়েছেন বলে কোয়াং জানিয়েছেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন বেসামরিক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল।

সেনা মুখপাত্র বলেন, “ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটি মূলত ব্যক্তিগত বিবাদের ফল।” তবে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট সালভা কিয়ির এবং সাবেক বিদ্রোহী নেতা রিয়েক মাচার-এর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে টানাপোড়েন চলছে। সম্প্রতি মাচারকে হত্যার অভিযোগে পদচ্যুত করার পর থেকে দেশটিতে উত্তেজনা আরও বেড়েছে।

জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরেই দক্ষিণ সুদানে প্রায় দুই হাজার বেসামরিক নাগরিক সংঘাত-সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশটি একাধিকবার গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন