শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহতের সংখ্যা বেড়ে ৬০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
নিহতদের উদ্ধার করে তীরে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ
expand
নিহতদের উদ্ধার করে তীরে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে, তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে নৌকাটি। গন্তব্য ছিল কাইনজি জলাধারের ডুগা শহর। পথে গাউসাওয়া এলাকায় একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি উল্টে যায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NSEMA) জানিয়েছে, অতিরিক্ত যাত্রী চাপ এবং গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণেই নৌকাডুবি ঘটে। নৌকাটিতে নারী ও শিশু মিলিয়ে শতাধিক যাত্রী ছিলেন, যারা একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন।

সংস্থার মহাপরিচালক আবদুল্লাহি বাবা আরা জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতোমধ্যে ৬০-এ পৌঁছেছে। গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।

স্থানীয় নেতা সাআদু ইনুয়া মুহাম্মদ বলেন, দুর্ঘটনার সময় নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন