শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো: থানায়, থানায় আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম
মরক্কোতে জেন-জির ঢেউ
expand
মরক্কোতে জেন-জির ঢেউ

বাংলাদেশে শিক্ষা-চাকরিতে বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ধারাবাহিক আন্দোলন ইতিমধ্যে রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। নেপালেও বেকার তরুণদের অসন্তোষে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে।

ইন্দোনেশিয়ায় পরিবেশ নীতি ও দুর্নীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কয়েক দফায়।

এই ধারাবাহিকতায় মরক্কোর তরুণদের বিক্ষোভকেও অনেক বিশেষজ্ঞ জেন জি প্রজন্মের বৈশ্বিক অসন্তোষের অংশ হিসেবে দেখছেন।

তরুণ প্রজন্মের (জেন জি) নেতৃত্বে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন এখন রূপ নিচ্ছে সহিংসতায়।

বেকারত্ব, দুর্নীতি আর শিক্ষা-স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানী রাবাত থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরে।

বুধবার উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা একটি থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়। এতে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া থানায় আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

এ ছাড়া শহরের আরও কয়েকটি দোকান ও ব্যাংকে হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেক তরুণ হাতে ছুরি ও লাঠিসোটা নিয়ে বিক্ষোভে অংশ নিলেও পুলিশ আগে থেকেই টিয়ারশেল ও গুলি চালানোয় তারা ব্যবহার করতে পারেননি।

মরক্কোয় বর্তমানে বেকারত্বের হার প্রায় ১৩ শতাংশ। তরুণদের মধ্যে এ হার আরও বেশি—প্রায় ৩৬ শতাংশ। স্নাতক সম্পন্ন করেও চাকরি না পেয়ে হতাশা বাড়ছে যুবসমাজে। এই অসন্তোষকেই কেন্দ্র করে “জেনজি ২১২” নামের একটি অনলাইনভিত্তিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে তরুণদের রাজপথে নামিয়েছে। মাত্র চার দিনে সংগঠনটির অনুসারী সংখ্যা ৩ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজারে।

শুরুতে শান্তিপূর্ণ হলেও মরক্কোর বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিচ্ছে। রাজধানী ক্যাসাব্লাঙ্কা ও উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষোভ ছড়িয়ে পড়লে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু মরক্কো নয়, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও সম্প্রতি একই রকম প্রবণতা দেখা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন