

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ জানায়, দারফুর অঞ্চলের আবু সোউক বাস্তুচ্যুত শিবিরের মসজিদে এ হামলা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ হামলার জন্য প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করা হলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। আরএসএফ বর্তমানে দারফুর অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
গত ১৮ মাস ধরে এল-ফাশার শহর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আরএসএফ সেখানে অবরোধ বজায় রেখেছে। শহরটি পতন হলে দারফুরের শেষ ঘাঁটিও আরএসএফের হাতে চলে যাবে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এ যুদ্ধে গণহত্যাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব সম্প্রতি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আরএসএফের সেনারা আবু সোউক ক্যাম্প ও আশপাশের এলাকায় অগ্রসর হচ্ছে।
সুদানের এ গৃহযুদ্ধে প্রতিদিন অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। একই সঙ্গে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
মন্তব্য করুন
