শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কুনারে নিহত ২৫০ ছাড়িয়েছে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
expand
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কুনারে নিহত ২৫০ ছাড়িয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া এক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের আঁধারে আঘাত হানা ভূমিকম্পটি ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। সরকারও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সবধরনের সম্পদ ব্যবহার করে উদ্ধার কাজ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০, যার কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মাটির ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পরপরই একই এলাকায় আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার একটি ছিল ৫.২ মাত্রার।

আফগান সরকারের অন্তর্বর্তী মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পূর্বাঞ্চলের একাধিক জেলায় মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে। তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি। তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ মিলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকেও সহায়তাকারী দল পাঠানো হয়েছে।

এদিকে নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে আঞ্চলিক হাসপাতালগুলোতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

আফগান সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে, যাতে দুর্যোগ মোকাবিলায় দ্রুত সহায়তা নিশ্চিত করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন