সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফ এলাকায় শক্তিশালী ভূমিকম্প
expand
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফ এলাকায় শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফের কাছে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং প্রায় ২৬০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন বালখ প্রদেশের খোলম এলাকায় স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (প্রায় ১৭ মাইল) জানানো হয়।

মাজার-ই-শরিফ শহর থেকে অল্প দূরত্বেই ছিল এর উপকেন্দ্র। প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের এই শহরজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। রাজধানী কাবুলেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা বলেন, এ পর্যন্ত ২৬০ জন আহত এবং ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে ঐতিহাসিক ব্লু মসজিদ বা পবিত্র মাজারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ভবন ও দোকানপাট ধসে পড়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে স্থানীয়রা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। একাধিক ভিডিওতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করতে দেখা গেছে।

প্রসঙ্গত, মাত্র দুই মাস আগেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বারবার ভূমিকম্পে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন