বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আংশিকভাবে খুলে দেওয়া হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
আংশিকভাবে খুলে দেওয়া হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
expand
আংশিকভাবে খুলে দেওয়া হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চামান–স্পিন বোলদাক সীমান্ত বাণিজ্যের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। সোমবার সরকারি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম সামা টিভি।

তবে এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন পাকিস্তান জুড়ে অবৈধভাবে অবস্থান করা আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযান চলছে জোরেশোরে। শুধুমাত্র অক্টোবর মাসেই প্রায় ৬৭ হাজার আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছেন। সরকার জানিয়েছে, ১৮ নভেম্বরের মধ্যে দেশজুড়ে শরণার্থী উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চামান সীমান্ত এখন শুধু বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের জন্য খোলা রয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে সাধারণ নাগরিকদের চলাচল এখনো নিষিদ্ধ। আপাতত শুধুমাত্র খালি ট্রাকগুলো আফগানিস্তানে প্রবেশের অনুমতি পাচ্ছে, এবং চালকদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা বাধ্যতামূলক।

তোরখাম সীমান্ত খুলছে মঙ্গলবার

ইসলামাবাদে আফগান দূতাবাসে পাঠানো এক চিঠির পর জানানো হয়েছে, মঙ্গলবার থেকে তোরখাম সীমান্তও একই শর্তে খুলে দেওয়া হতে পারে। তবে গুলাম খান, আঙ্গুর আড্ডা ও খারলাচি সীমান্তপথগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে।

শরণার্থী পরিবহনের বিশেষ অনুমতি

চামান সীমান্ত দিয়ে আপাতত কেবল আফগান শরণার্থী বহনকারী ট্রাকগুলো পার হওয়ার অনুমতি পেয়েছে। কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নিয়মিত বাণিজ্য ও পদচারী চলাচল এখনো বন্ধ থাকবে।

দেশজুড়ে শরণার্থী প্রত্যাবাসন জোরদার

খাইবার পাখতুনখওয়া প্রদেশের শরণার্থী শিবিরগুলো বন্ধ করার পর সারা দেশে আফগান নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও গতি পেয়েছে। শুধু অক্টোবরেই ৬৭,৬০১ জন আফগান নাগরিক দেশে ফিরে গেছেন। সর্বশেষ তথ্যে দেখা যায়, মোট ১৪ লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন—এর মধ্যে প্রায় ১ লাখ ৬৩ হাজার বৈধ রেজিস্ট্রেশন কার্ডধারী।

আজাদ কাশ্মীরে উচ্ছেদের নির্দেশ

আজাদ জম্মু ও কাশ্মীর প্রশাসনও ১৮ নভেম্বরের মধ্যে সব আফগান নাগরিককে অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় পুলিশ, সিটিডি ও বিশেষ শাখাকে শরণার্থীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা পার হওয়ার পরও কেউ অবস্থান করলে জোরপূর্বক বহিষ্কার করা হবে বলে সতর্ক করা হয়েছে।

ইসলামাবাদে ১৭ আফগান নাগরিক গ্রেফতার

এক পৃথক ঘটনায় ইসলামাবাদের বারি ইমাম এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭ আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজন ওসি ও একজন নারী কনস্টেবল রয়েছেন।

চার দশকের আতিথেয়তার অবসান

প্রায় চার দশক ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসা পাকিস্তান এখন এই অধ্যায়ের অবসান ঘটাতে চলেছে। কর্তৃপক্ষ বলছে, এটি একটি “সম্মানজনক ও সংগঠিত প্রত্যাবাসন প্রক্রিয়া”, যা অবৈধভাবে থাকা শেষ ব্যক্তিটিকেও ফেরত পাঠানো না পর্যন্ত চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন