শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সফরে তালেবান মন্ত্রী, বিজেপির ভণ্ডামি নিয়ে তোপ মেহবুবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম
ভারত সফরে তালেবান মন্ত্রী, বিজেপির ভণ্ডামি নিয়ে তোপ মেহবুবার
expand
ভারত সফরে তালেবান মন্ত্রী, বিজেপির ভণ্ডামি নিয়ে তোপ মেহবুবার

ভারত সফরে এসেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছে নয়াদিল্লি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারকে কড়া সমালোচনায় করেছেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

তিনি অভিযোগ করেছেন, দেশের অভ্যন্তরে মুসলিমদের বিরুদ্ধে ক্রমাগত বৈষম্যমূলক নীতি চালিয়ে যাওয়া বিজেপি সরকার এখন আবার তালেবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী-যা তার মতে, চরম ভণ্ডামির উদাহরণ।

মুফতি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘লাভ জিহাদ’, ‘ভূমি জিহাদ’, ‘ভোট জিহাদ’ এমনকি ‘গরু জিহাদের’ মতো প্রচারণা চালিয়ে মুসলিমদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বিজেপি। অথচ আজ তারাই তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী।

তিনি আরও লিখেছেন, আফগানিস্তান পুনর্গঠনে ভারত সরকারের সহযোগিতা-বিশেষত আফগান শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের সিদ্ধান্ত-একদিকে প্রশংসনীয় হলেও, অন্যদিকে এটি দেশের ভেতর মুসলিম জনগোষ্ঠীর প্রতি সরকারের মনোভাবের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

পিডিপি প্রধান বলেন, যে সরকার দেশের মুসলিম ছাত্রদের জন্য বৃত্তি বন্ধ করেছে, মাদ্রাসা শিক্ষা বন্ধের উদ্যোগ নিয়েছে, সেই সরকারই এখন তালেবান শাসিত আফগানিস্তানে শিক্ষা সহায়তা দিতে চায়-এটাই তাদের দ্বিমুখী নীতির স্পষ্ট প্রমাণ।

মেহবুবা মুফতির মতে, আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও, একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে ওঠে দেশের ভেতরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আস্থা, সম্মান ও সমতা নিশ্চিত করার মাধ্যমে।

উল্লেখ্য, ছয় দিনের সফরে ভারতে এসেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুত্তাকি বলেন, ভারতের উন্নয়নমূলক উদ্যোগ এবং আফগানিস্তানের পুনর্গঠনে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তাদের কাছে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন