শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাতভর আফগানিস্তান-সীমান্তে সংঘর্ষের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০-এর বেশি সৈন্য ও যোদ্ধা নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, নিজেদের ২৩ জন সেনাও এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

পাক সেনাবাহিনীর মিডিং উইং রোববার (১২ অক্টোবর) জানিয়েছে, “আফগান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।”

অপরদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগানদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ৯ জন আফগান সেনা মারা গেছেন।

পাক সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় আফগান যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তারা জানিয়েছে, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতি নিরূপণের ভিত্তিতে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য ২০০-এর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

এছাড়া তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প ও সাপোর্ট নেটওয়ার্কেও বড় ধ্বংস সাধিত হয়েছে।”

সৌদি আরব ও কাতারের সংযম আহ্বান

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৌদি আরব ও কাতার উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সৌদি আরব বলেছে, “পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনা ও সংঘর্ষ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

উভয় পক্ষকে সংযম, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই। এতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকবে।”

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতিতে বলেছে, উভয়পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।

তারা উল্লেখ করেছে, পাকিস্তান ও আফগানিস্তান ভাতৃপ্রতীম দেশ, এবং কাতার স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত। সূত্র: আলজাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন