

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের মদিনার কাছে রোববার (১৬ নভেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমে ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটিতে আগুন ধরার ফলে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। মোহাম্মদ আব্দুল শোয়াব নামের একজন যাত্রী বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, তবে তার শারীরিক অবস্থা জানা যায়নি।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা নিয়মিতভাবে রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরেছিল। তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সূত্র: এনডিটিভি, খালিজ টাইমস
মন্তব্য করুন
