শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
মোস্তাফিজুর রহমান
expand
মোস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে এবারের আইপিএলে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত নয়, বরং কার্যত বাতিল হয়ে গেছে।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে।

বিসিসিআই সচিবের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি ঘটনা ও প্রেক্ষাপটের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে মুক্ত করে দিতে হবে। এর ফলে নিলামে বড় অঙ্কে দলে জায়গা করে নেওয়া সত্ত্বেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না এই বাঁহাতি পেসারের।

তবে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে চাইলে, সে ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে অনুমতি দেবে বিসিসিআই এ কথাও স্পষ্ট করেছেন বোর্ড সচিব।

আন্তর্জাতিক অঙ্গনে চলমান কিছু সংবেদনশীল পরিস্থিতির প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং বিভাগে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X