রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
এলপি গ্যাসের সিলিন্ডার
expand
এলপি গ্যাসের সিলিন্ডার

চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর নতুন দাম আগামীকাল রোববার (৪ জানুয়ারি) জানানো হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, এলপিজির নতুন দামের পাশাপাশি একই দিনে অটোগ্যাসের সংশোধিত মূল্যও ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X