রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
expand
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৪ আসনে হলফনামা ও সমর্থক সংক্রান্ত ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বিএনপি, জামায়াত, এনপিপি, ইনসানিয়াত বিপ্লব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও সমর্থকের তথ্য সঠিক না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৬ আসনে সম্পদ, ঋণ ও অন্যান্য তথ্য অসম্পূর্ণ থাকায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপি, ইনসানিয়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও গণফোরামের মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায়।

আগামীকাল রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X