

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৩ নভেম্বর ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিন। ৯২ বছরের জীবন পার করে তিনি পা রেখেছেন ৯৩ বছরে। এই বিশেষ দিনে বাবাকে স্মরণ করে আবেগভরা একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তার মেয়ে, অভিনেত্রী নন্দনা দেব সেন।
নন্দনা পোস্টের সঙ্গে যুক্ত করেছেন পাঁচটি ছবি-যার মধ্যে রয়েছে পারিবারিক মুহূর্তের পাশাপাশি অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তার স্ত্রী এস্থার দুফলোর সঙ্গে তোলা একটি ছবি।
অভিনয়ের পাশাপাশি নন্দনা দেব সেন পরিচিত চিত্রনাট্যকার, শিশুসাহিত্যিক ও শিশু অধিকারকর্মী হিসেবে। পরিবারের কাছে তিনি ‘টুম্পা’ নামেই স্নেহভাজন।
৪ নভেম্বর, বাবার জন্মদিন উপলক্ষে তিনি লেখেন-
“বাবা,
তোমার কাছ থেকে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি অনেক মূল্যবান জিনিস-বইয়ের প্রতি ভালোবাসা, সামাজিক ন্যায়বিচারের প্রতি সমর্থন, শর্ষের তেল, রবীন্দ্রসংগীত, আর যুক্তি–তর্কের প্রতি ঝোঁক। কিন্তু এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো আড্ডার প্রতি তোমার অসীম ভালোবাসা।
আড্ডা-যেখানে বিষয়বস্তুর কোনো বাঁধন নেই, শুধু নির্ভার আলাপচারিতা। তুমি পরিবার, বন্ধু, সহকর্মী বা শিশু-যার সঙ্গেই থাকো না কেন, তোমার সঙ্গে আড্ডা মানেই জীবনের অন্যতম সেরা আনন্দের মুহূর্ত।
জন্মদিনের অফুরন্ত আড্ডা, রোদে হাসতে হাসতে কাটানো সেই সময়গুলো বারবার ফিরে আসুক। তোমাকে খুব ভালোবাসি, বাবা।
তোমার, টুম্পা।”
মন্তব্য করুন
