

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউক্রেন সীমান্তের কাছে রুশ হামলার সময় কয়েকটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির সেনারা সেগুলো গুলি করে নামিয়েছে। পোল্যান্ড সরকার ঘটনাটিকে সরাসরি “আগ্রাসনের শামিল” হিসেবে দেখছে।
সামরিক বাহিনীর দাবি একাধিকবার আকাশসীমা লঙ্ঘন হয়। রাডারে ১০টিরও বেশি অজানা বস্তু শনাক্ত করা হয়।
যেগুলো হুমকি মনে হয়েছে, সেগুলো ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ খুঁজে বের করতে অভিযান চলছে।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গে যোগাযোগে আছেন এবং জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
সাধারণ নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে পডলাস্কি, মাজোভিয়েৎসকি ও লুবলিন অঞ্চলে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে একাধিকবার রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশে প্রবেশ করেছে। তবে এতদিন সচেতনভাবে ভূপাতিত করা থেকে বিরত ছিল দেশগুলো। এবার প্রথমবার প্রকাশ্যে প্রতিরোধের ঘোষণা দিল পোল্যান্ড।
ড্রোন ঢোকার ঘটনার পর প্রধানমন্ত্রী দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভিয়েস্লাভ কুকুলা।
মন্তব্য করুন

