রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করল মালদ্বীপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করল মালদ্বীপ
expand
ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করল মালদ্বীপ

এশিয়ার দেশ মালদ্বীপে কার্যকর হলো নতুন ধূমপানবিরোধী আইন। জনস্বাস্থ্যের সুরক্ষায় শনিবার (১ নভেম্বর) থেকে এই আইন কার্যকর করেছে দেশটির সরকার।

নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে আর ধূমপান করতে, তামাকজাত পণ্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে মালদ্বীপ বিশ্বে প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের পদক্ষেপ বাস্তবায়ন করল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এই আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো তামাকমুক্ত প্রজন্ম গঠন ও জনস্বাস্থ্য রক্ষা করা।

আইনে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তি তামাকজাত পণ্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না। বিক্রেতাদেরও বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স যাচাই করতে হবে।

নিষেধাজ্ঞাটি শুধু দেশটির নাগরিকদের জন্য নয়, মালদ্বীপে আগত পর্যটকদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে এক হাজারেরও বেশি ছোট প্রবালদ্বীপ রয়েছে।

এছাড়া দেশে সব বয়সী মানুষের জন্য ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য আমদানি, বিক্রি, বিতরণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া এবং ভ্যাপিং যন্ত্র ব্যবহারের জন্য ৫ হাজার রুপিয়া জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের উদ্যোগ মালদ্বীপে বাস্তবায়িত হলেও, একই ধরনের আইন যুক্তরাজ্যে এখনো প্রক্রিয়াধীন। অন্যদিকে, নিউজিল্যান্ড ২০২৩ সালের নভেম্বরে তাদের প্রণীত এমন আইন কার্যকরের এক বছরেরও কম সময়ের মধ্যে বাতিল করে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন