

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে এক অনন্য ঘটনার জন্ম হয়েছে। দুই দম্পতি-টায়া হার্টলেস ও সিন, এবং অ্যালিসিয়া রজার্স ও টাইলার-প্রথমে শুধুই বন্ধু ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব গাঢ় হয়ে এক ভিন্নধর্মী সম্পর্কে রূপ নেয়। শেষমেশ তাঁরা চারজন মিলে একই ছাদের নিচে সংসার করার সিদ্ধান্ত নেন।
প্রথমদিকে বিষয়টি নিয়ে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা খোলাখুলি সম্পর্ক মেনে নেন। টায়া ও অ্যালিসিয়া তাঁদের স্বামীদের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে দু’জনই মা হন, যদিও সন্তানের পিতৃপরিচয় নিয়ে স্পষ্ট নন তাঁরা। আশ্চর্যের বিষয়, এ নিয়ে চারজনের কারও মধ্যে কোনো অস্বস্তি নেই।
২৭ বছর বয়সী টায়া বলেন, আমরা আসলে একটি বড় পরিবার। বাবা-মা হিসেবে সবাই মিলে দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছি।
২০২০ সালের শুরুর দিকে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন। এর আগেও উভয় দম্পতির সন্তান ছিল। তবে নতুনভাবে সংসার সাজানোর অংশ হিসেবেই টায়া ও অ্যালিসিয়া আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন।
শিশুরাও এই পারিবারিক কাঠামো নিয়ে উচ্ছ্বসিত। তাঁরা গর্বের সঙ্গে বলে, আমাদের এক নয়, দু’জোড়া বাবা-মা আছে।
সামাজিক নিয়ম ভেঙে গড়ে ওঠা এই অদ্ভুত সংসার নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে অনলাইনে। কেউ এটিকে ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন বলছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    