

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড়শ’রও বেশি মানুষ। বুধবার (১ অক্টোবর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
রয়টার্স জানিয়েছে, সরকার জীবিতদের উদ্ধারে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারে জরুরি তৎপরতা চালাচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু প্রদেশ, যেখানে প্রায় ৩৪ লাখ মানুষ বসবাস করে।
ভূমিকম্পের পর সেবুর প্রাদেশিক সরকার দুর্যোগ ঘোষণা করেছে। অনেক হাসপাতালে এখনও আফটারশকের কারণে চিকিৎসা সেবা বাইরে দিতে হচ্ছে। সিভিল ডিফেন্স কর্মকর্তা র্যাফি আলেজান্দ্রো জানান, কেন্দ্রস্থলের কাছাকাছি বোগো শহরের একটি হাসপাতালে বিপুলসংখ্যক আহতকে ভর্তি করা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশের দ্বিতীয় ব্যস্ততম প্রবেশপথ ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    