শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলকে সহায়তায় ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
ইসরাইলকে সাহায্য করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ
expand
ইসরাইলকে সাহায্য করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ

অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮টি কোম্পানির হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজর-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছে। খবর আল জাজিরার।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই ইসরায়েলি। এছাড়া কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, “পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপন যুদ্ধাপরাধের শামিল।” তিনি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকাণ্ড থেকে সরে এসে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের ব্যাখ্যায় বলা হয়, যেসব কোম্পানি বসতিতে অবকাঠামো নির্মাণ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত, শুধুমাত্র তাদেরই তালিকাভুক্ত করা হয়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এটি কোনও বিচারিক ব্যবস্থা নয়— বরং সংঘাতপূর্ণ অঞ্চলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা তুলে ধরার একটি উদ্যোগ।

উল্লেখ্য, জাতিসংঘ প্রথমবার এই তালিকা প্রকাশ করেছিল ২০২০ সালে। শুরু থেকেই এই উদ্যোগ নিয়ে বিতর্ক রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছে।

তৎকালীন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এ উদ্যোগকে “একটি লজ্জাজনক আত্মসমর্পণ” বলে মন্তব্য করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন