

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ আয়োজিত “ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। ভাষণকালে তিনি গাজায় ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করে চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে তুলে ধরেন।
এরদোয়ান বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত রয়েছে। যার সামান্য বিবেকও আছে, সে কখনোই এ হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না, আর নীরব থাকতে পারে না।”
তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে।
এ সম্মেলনে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ পদক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ আখ্যা দিয়ে এরদোয়ান আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত দুই-রাষ্ট্র সমাধানকে ত্বরান্বিত করবে।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি বৈশ্বিক শাসন কাঠামো, বিশেষত নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরবেন।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ বিতর্কে প্রথমে বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর স্বাগতিক যুক্তরাষ্ট্র। চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এরদোয়ান।
রোববার নিউইয়র্কের উদ্দেশে যাত্রার আগে তিনি বলেন, এ বছরের অধিবেশন বিশেষ কারণ—এবার বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এসব স্বীকৃতি দুই-রাষ্ট্র সমাধানে নতুন গতি আনবে।
মন্তব্য করুন
