শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
expand
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

ইরানে চলমান সহিংস বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিউইয়র্কে আয়োজিত এ বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে তীব্র বক্তব্য বিনিময় দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার জন্য দায়ী করেন। তিনি বলেন, ইরান সংঘাত এড়াতে চায়, তবে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষামূলক ও বৈধ জবাব দিতে দেশটি প্রস্তুত। মার্কিন হুমকিকে তিনি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেন।

এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ ইরানি সরকারের কঠোর দমননীতি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ সীমিত রাখার ফলে নিহতদের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

ওয়াল্টজ আরও উল্লেখ করেন, ইরানের জনগণ এখন আগের যেকোনো সময়ের তুলনায় অধিক মাত্রায় স্বাধীনতার দাবি জানাচ্ছে। বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করা সরকারের ভীতিরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। যদিও এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, তবে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলনামূলকভাবে সংযত ছিল।

বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি জানান, গত বছরের ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, এসব ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ১৮ হাজার মানুষ আটক হয়েছেন।

তিনি নিহতদের বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান এবং আটক ব্যক্তিদের ওপর মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ করেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার তালিকায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানির নামও রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব কর্মকর্তা বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখছেন।

বৈঠকে ইরানি-আমেরিকান সাংবাদিক মাসিহ আলিনেজাদও বক্তব্য দেন। তিনি ইরানে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে এই বৈঠক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ও উত্তেজনার আরেকটি স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X