বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শর্তে খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এর সংবাদ সম্মেলন
expand
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এর সংবাদ সম্মেলন

সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে বোর্ডকে দুটি শর্ত দিয়েছেন তারা। ওই দুই শর্তে বোর্ড রাজি হলে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের খেলায় ফিরতে চাওয়ার কথা বলেছে।

কোয়াবের পক্ষ থেকে দেওয়া প্রথম শর্ত হলো- জনসম্মুখে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে ক্ষমা প্রার্থনা করতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে- পরিচালক পদ থেকে নাজমুলকে অপসারণের প্রক্রিয়া চলমান রাখতে হবে।

কোয়াব তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছে- নারী জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গেছে। অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে খেলতে গেছে। এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখলে তাদের ওপর প্রভাব পড়তে পারে। আবার তারাও বিপিএলকে খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মনে করেন। সেজন্য ক্রিকেটারদের স্বার্থে খেলায় ফিরতে চান।

এর আগে কোয়াবের ব্যানারে ক্রিকেটাররা ঘোষণা দিয়েছিলেন- ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড পরিচালক নাজমুলকে অপসারণ না করলে তারা খেলায় ফিরবেন না। বোর্ড পরে নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। তবে পরিচালকের পদ থেকে তাৎক্ষনিক তাকে অপসারণ গঠনতন্ত্র পরিপন্থী উল্লেখ করে সময় চেয়েছে বোর্ড।

নাজমুলকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কোয়াব স্বাগত জানিয়েছে। পরিচালকের পদ থেকে অপসারণের জন্য সময় দিতেও রাজি হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, নাজমুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্তে রাজি হননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে করে শুক্রবারও বিপিএল শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে বিসিবি সূত্রে জানা যায়, রাতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা এবং বিপিএলের গর্ভনিং কাউন্সিল বৈঠকে বসবে। ক্রিকেটাররা যদি ক্রিকেট ফেরার সিদ্ধান্ত না নেন সেক্ষেত্রে বোর্ড অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের পথে হাঁটবে বলেও জানা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X