রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান দ্রুত হবে: এরদোগান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
রিসেপ তাইয়্যেপ এরদোগান
expand
রিসেপ তাইয়্যেপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আশা প্রকাশ করেছেন যে, আরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে বহু প্রতীক্ষিত দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথ দ্রুত খুলে যাবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রার আগে ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘এবারের সাধারণ পরিষদ ভিন্ন হবে, কারণ এবার অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।’

জাতিসংঘের সদস্য ১৯৩ দেশের মধ্যে ইতোমধ্যেই ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শিগগিরই আরও ৬ দেশ-বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড এবং লিচেনস্টাইন-ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে।

অন্যদিকে অবশিষ্ট ৩৭ দেশের মধ্যেও কয়েকটি নিকট ভবিষ্যতে স্বীকৃতির দিকে এগোতে পারে। তবে মার্কিন চাপসহ বিভিন্ন রাজনৈতিক কারণে এখনো কিছু দেশ এ পদক্ষেপ নিতে দ্বিধায় রয়েছে।

যেসব দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, জাপান, গ্রিস, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র।

সূত্র: ইয়েনিসাফাক

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন