

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে দুই মাস আগে ঘটে যাওয়া এক তরুণীর হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহত তরুণীর প্রেমিককে।
তদন্তে জানা গেছে, বিয়ের চাপ সামলাতে না পেরে প্রেমিকই শ্বাসরোধ করে তাকে হত্যা করে। আরও ভয়াবহ তথ্য মিলেছে-খুনের পর লাশের সঙ্গে সেলফি তোলে অভিযুক্ত যুবক। এরপর মৃতদেহ ট্রলিব্যাগে ভরে মোটরবাইকে করে প্রায় ৯৫ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে যমুনা নদীতে ফেলে দেয়। পরে পুলিশ সেখান থেকে পচা দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আকাঙ্ক্ষার সঙ্গে পরিচয় হয়েছিল সুরজের। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়লেও বিয়ের প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আকাঙ্ক্ষা বারবার বিয়ের কথা বললেও সুরজ রাজি হচ্ছিল না। এরই মধ্যে আকাঙ্ক্ষা জানতে পারেন সুরজের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের কথা, যা বিরোধকে আরও বাড়িয়ে তোলে।
গত ২১ জুলাই রাতে তাদের মধ্যে তীব্র ঝগড়া বাধে। অভিযোগ অনুযায়ী, সেই সময় সুরজ বন্ধুর সহায়তায় আকাঙ্ক্ষাকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশের পাশে দাঁড়িয়ে ছবি তোলে এবং দেহ গোপন করতে ট্রলিব্যাগে ভরে যমুনা নদীর চিল্লাঘাট এলাকায় ফেলে দেয়।
৮ আগস্ট আকাঙ্ক্ষার মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর ১৬ সেপ্টেম্বর মেয়ের প্রেমিক সুরজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনার সত্যতা বেরিয়ে আসে। পুলিশ জানিয়েছে, সুরজের সহযোগী আশিসকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    