শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৬টি বাড়ি পুড়ে গেছে, আরও বহু বাড়ি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) রাজ্যের মিড নর্থ ও সেন্ট্রাল কোস্ট অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর–আনাদোলু এজেন্সি।

রুরাল ফায়ার সার্ভিস জানায়, নিমবিন রোড–কুলিওয়ং অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সেখানে জরুরি সতর্কতা কার্যকর রয়েছে। স্থানীয়দের—বিশেষ করে নিমবিন রোড, গ্লেনরক প্যারেড, লারা স্ট্রিট এবং নিমালা অ্যাভিনিউ এলাকার বাসিন্দাদের—তাৎক্ষণিকভাবে স্থানত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কুলিওয়ং সিডনি থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে সেন্ট্রাল কোস্টের একটি উপশহর।

আরেকটি বড় দাবানলের কারণে বেইরমি, বেইরমি ক্রিক, উইডিন, ইয়োরা ও কেরাব্বি এলাকাতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যারা এখনও স্থানত্যাগ করতে পারেননি, তাদের বাইরে বের না হতে এবং নিকটস্থ বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ডিন নারামোর জানিয়েছেন, উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে চলাচলকারী ট্রেনলাইনও বন্ধ করে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X