শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ম্যালেরিয়ায় বিশ্বব্যাপী ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ম্যালেরিয়ায় আনুমানিক ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে—মৃত্যু ও আক্রান্তের প্রায় সবটাই আফ্রিকায় কেন্দ্রীভূত, যেখানে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

গত বৃহস্পতিবার প্রকাশিত ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ম্যালেরিয়ার মোট আক্রান্ত ও মৃত্যুর ‘৯৫ শতাংশই ঘটেছে আফ্রিকা মহাদেশে। পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, আফ্রিকায় ম্যালেরিয়াজনিত মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে মাত্র তিনটি দেশে—নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। এর মধ্যে শুধু নাইজেরিয়াতেই হয়েছে ৩১.৯%, কঙ্গোতে ১১.৭%, আর নাইজারে ৬.১% মৃত্যু।

প্রতিবেদন বলছে, বিশ্বে ম্যালেরিয়া সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ২০ লাখে—যা আগের বছরের তুলনায় প্রায় ৯০ লাখ বেশি। সংক্রমণের হার প্রতি বছর প্রায় ৩ শতাংশ করে বাড়ছে।

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অগ্রগতি থমকে যাওয়ার পেছনে তহবিল ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ডব্লিউএইচও। জানানো হয়েছে, ২০২৪ সালে ম্যালেরিয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনায় বিনিয়োগ হয়েছে ৩.৯ বিলিয়ন ডলার। ২০২৫ সালে লক্ষ্যমাত্রা নির্ধারিত ৯.৩ বিলিয়ন ডলারের মধ্যেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম অর্থ পাওয়া গেছে।

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভেক্টরবাহিত রোগগুলোর একটি ম্যালেরিয়া, যা মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। সংক্রমণের লক্ষণ দেখা দিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে—সাধারণত জ্বর, ঠান্ডা লাগা, বমি ও ফ্লু–জাতীয় উপসর্গ দেখা দেয়। চিকিৎসা না পেলে এটি মারাত্মক জটিলতার সৃষ্টি করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X