

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এক শিক্ষিকা। এ নিয়ে অস্ট্রেলিয়াতে তোলপাড় চলছে। বলা হয়েছে, ওই শিক্ষিকা তার ১৬ ও ১৭ বছর বয়সী দুই ছাত্রকে শয্যাসঙ্গী করেছেন।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর তা আদালতে উঠেছে। এ নিযে শুনানি আবারও পিছিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য অস্ট্রেলিয়ান। এতে বলা হয়, তাইলা ব্রেইলি (৩০) নামে একজন শিক্ষিকা আগস্টে ১৭ বছর বয়সী এক বালককে যৌনউদ্দীপনা সৃষ্টি হয় এমনভাবে স্পর্শ করেন।
এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর সপ্তাহখানেকের মধ্যে তার বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে। বলা হয়, ১৬ বছর বয়সী একটি বালকের সঙ্গে তিনি যৌন অসদাচরণ করেছেন।
আদালতের ডকুমেন্টে যে অভিযোগ আনা হয়েছে, তা এখাে প্রকাশ করা দুরূহ ব্যাপার। বলা হয়েছে, প্রথমে যে বালকের সঙ্গে তিনি যৌনতায় জড়িয়ে পড়েন তাকে নানাভাবে উত্তেজনায় সহায়তা করেন। এক পর্যায়ে তার সঙ্গে হাইস্কুলেরই যৌন সম্পর্কে লিপ্ত হন।
বুধবার সকালে এ মামলার শুনানিতে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে হাজির করা হয় মিস ব্রেইলিকে। এ সময় তার পাশে ছিলেন পিতামাতা ও এক বোন। তবে শুনানির পরিবর্তে আরও কালক্ষেপণ করা হয়েছে।
তার আইনজীবী ববি হিল বলেন, মামলার সত্যতা নিয়ে আপত্তি আছে। এর আগে জুলাই মাসে একবার এবং এ মাসের শুরুতে একবার শুনানি স্থগিত করা হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    