বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ভিসা নিয়ে জরুরি বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কায় আটকা পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জরুরি ঘোষণা জানায়।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকের শ্রীলঙ্কা ত্যাগের নির্ধারিত তারিখ ছিল ২৮ নভেম্বর বা এর পরে, কিন্তু খারাপ আবহাওয়া বা ফ্লাইট বাতিলের কারণে দেশে ফিরতে পারেননি, তাদের ভিসা নবায়ন ফি এবং অতিরিক্ত অবস্থানের জরিমানা মওকুফ করা হবে। অনাকাঙ্ক্ষিত বিলম্বে পড়া ভ্রমণকারীদের সহায়তা করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও, স্বল্পমেয়াদী ট্যুরিস্ট বা বিজনেস ভিসাধারী এবং রেসিডেন্স ভিসা হোল্ডারদের ভিসা এক্সটেনশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। স্বল্পমেয়াদী পর্যটন ভিসার মেয়াদ ইমিগ্রেশন দফতরের অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন দফতর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে আরও আপডেট জারি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X