বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
expand
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঝড়টির নামকরণ করা হয়েছে ‘মন্থা’, যার অর্থ থাই ভাষায় ‘সুন্দর ফুল’।

ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, বর্তমানে গভীর নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯৫০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণপূর্বে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, এটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে, বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা এলাকায়। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল ৬টার তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটির অবস্থান ছিল - চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১,৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণে, এবং পায়রা বন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কেন্দ্রের নিকটবর্তী সাগর বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) আওতায় গঠিত উত্তর ভারত মহাসাগরীয় নামকরণ প্যানেল ঝড়ের নাম ঠিক করে থাকে। এই প্যানেলে ১৩টি দেশ রয়েছে—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান। এদের মধ্যে পর্যায়ক্রমে নাম প্রস্তাব করা হয়; এবার থাইল্যান্ডের প্রস্তাবিত নাম ‘মন্থা’ বেছে নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন