

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শীতের আগমনের আগেই দেশের আবহাওয়া ভিন্ন চিত্র প্রদর্শন করছে। তাপমাত্রা বাড়ছে, গরমের তীব্রতা দেখা দিচ্ছে, এবং বৃষ্টিপাত প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ই লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে।
বুধবার (২২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেছেন, আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী:
বৃহস্পতিবার (২৩ অক্টোবর): চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র শুষ্ক আবহাওয়া। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত।
শুক্রবার (২৪ অক্টোবর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র শুষ্ক। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার (২৫ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দুএক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র শুষ্ক। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (২৬ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র শুষ্ক। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সর্বাধিক তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
