

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাংক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- অপরিহার্য পরিস্থিতি ছাড়া ব্যাংক ও ব্যাংক-অধিভুক্ত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারী আপাতত বিদেশে যেতে পারবেন না।
বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, নির্বাচনকালীন সময়কে সংবেদনশীল ধরা হচ্ছে; তাই এ সময়ে কোনো শূন্য পদ সৃষ্টি বা প্রশাসনিক জটিলতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নতুন নীতিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)সহ সব স্তরের কর্মীদের বিদেশ ভ্রমণ ‘অত্যন্ত জরুরি কারণ’ না থাকলে স্থগিত রাখার কথা বলা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম যাতে নির্বাচনী সময়ে নিরবচ্ছিন্ন থাকে- সেই লক্ষ্যেই সীমিত ভ্রমণনীতি কার্যকর হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত কার্যকর করেছে, এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।
মন্তব্য করুন
