

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা সম্প্রচার করার জন্য একটি টিভি চ্যানেল চালু করা হয়েছে। দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট এই চ্যানেল থেকে ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচারিত হবে।
চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন), যা সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে পরিচালিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের চ্যানেলটির সম্প্রচার এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে।
ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদিতে নারীদের জন্য ব্যাপক স্বাধীনতা দেওয়া হচ্ছে। নারীরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন এবং এখন নিজেরাই খেলাধুলা দেখার সুযোগ পাচ্ছেন।
নতুন চ্যানেলটি সৌদি নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সময় থেকে সম্প্রচার শুরু করেছে। এতে সৌদি ও আন্তর্জাতিক দর্শকরা নারীদের লিগের খেলা, উয়েফার ম্যাচ এবং অন্যান্য খেলাধুলা সরাসরি দেখতে পারবেন।
এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেছেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে আমরা প্রচলিত বাধাগুলো ভেঙে দিচ্ছি এবং দেশটির প্রতিভা ও আন্তর্জাতিক লিগগুলোকে প্রথমবারের মতো বিশ্বে পরিচয় করাচ্ছি।”
মন্তব্য করুন
