বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ডিম পেড়েছে পাখি, এক মাসের জন্য বন্ধ স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ডিম পেড়েছে ‘প্লোভার’
expand
অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ডিম পেড়েছে ‘প্লোভার’

অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ডিম পেড়েছে সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি ‘প্লোভার’। আর এই কারণেই অন্তত এক মাসের জন্য খেলা বন্ধ রাখা হয়েছে মাঠটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'ডেইলি মেইল' জানায়, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে।

দেখা যায় মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম পেরেছে। এ কারণে ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

প্লোভার পাখি সাধারণত বাচ্চা ফোটার পর খুবই রক্ষণশীল হয়ে ওঠে। এ সময়ে তারা হঠাৎ আক্রমণ করতে পারে, ডানা ঝাপটাতে পারে এবং আশপাশে কাউকে যেতে দেয় না। তাই স্থানীয় কাউন্সিল মাঠ ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

কাউন্সিল জানিয়েছে, ওয়াইল্ডকেয়ার নামের বন্যপ্রাণী সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা এবং অনুমতি প্রয়োজন। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

এদিকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। এর পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন