বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃতি দাবাড়ু নীড়ের পাশে  ‘বি.এম-৯২’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
expand
কৃতি দাবাড়ু নীড়ের পাশে  ‘বি.এম-৯২’

মনন রেজা নীড় বাংলাদেশের উদীয়মান দাবা প্রতিভা। যিনি মাত্র ১৪ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেন। তিনি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের দখলে থাকা এই খেতাব নিজের করে নেন।

নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাস বয়সে এই খেতাব অর্জন করেন। নীড় ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের সাফল্য অর্জন করেন।

তিনি ২০২৪ সালের অক্টোবরে শ্রীলংকার কলম্বোতে বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় জোনাল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। আগামী ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তার রেটিং পয়েন্ট ২৪৪৫। নীড়ের এমন সাফল্যে বি.এম-৯২ সহপাঠী বন্ধুদের স্বেচ্ছাসেবী সংগঠন তাকে অভিনন্দন জানান।

সংগঠনের পক্ষে বি.এম-৯২ এর সভাপতি মোহাম্মদ মোতাহার বিল্লাহ তাকে শুভেচ্ছা উপহার হিসেবে সংগঠনের লোগো সম্বলিত একটি জার্সি প্রদান করেন। মোহাম্মদ মোতাহার বিল্লাহ জানান, এই সংগঠন নীড়ের ভবিষ্যত পথ চলায় শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবে।

তিনি আরও বলেন, আমরা আসা করছি খুব দ্রুত সময়ের মধ্যে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করে জাতিকে গর্বিত করবেন তিনি। বি.এম-৯২ সংগঠনের পক্ষ থেকে বিশ্বকাপ দাবায় তার সাফল্যের জন্য জাতির কাছে দোয়ার কামনা করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন