রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরুল–রকির হ্যাটট্রিকে হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
expand
হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ভারতের মাদুরাইয়ে চলমান অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে দুর্দান্ত ফল পেল বাংলাদেশ দল। গ্রুপ পর্যায়ে শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে লড়াইয়ের পর স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে হারিয়ে লাল-সবুজের ছেলেরা তুলে নিয়েছে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়।

ম্যাচের সবচেয়ে উজ্জ্বল দুই নায়কের নাম—আমিরুল ইসলাম ও রকিবুল হাসান। দুজনই হ্যাটট্রিক করে দলের বড় জয়ে মূল ভূমিকা রাখেন।

প্রথমার্ধে বাংলাদেশ ঝড় তুলেছিল আক্রমণে। ম্যাচের ১১, ১৫ ও ১৯ মিনিটে তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম—যার মধ্য দিয়ে বিশ্বকাপে তার হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়ায় তিনে। রকিবুল হাসান ১৯ ও ২৫ মিনিটে আক্রমণভিত্তিক দুটি গোল যোগ করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ৫-০ গোলে।

দ্বিতীয়ার্ধ শুরুতেই আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণভাগ। ৩৩ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করেন, পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল নিজের চতুর্থ গোল করেন। ৪০ মিনিটে ওবায়দুল জয় আরেকটি আক্রমণভিত্তিক গোল যোগ করেন।

৪৭ মিনিটে রকিবুল তার হ্যাটট্রিক পূর্ণ করেন দলের নবম গোলটি করে। একই মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ দশম গোল করেন। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ সাজু গোল করলে ব্যবধান আরও বাড়ে। দুই মিনিট পর আমিরুল তার পঞ্চম গোল করে স্কোর দাঁড় করান ১২-০।

ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করেন এবং ১৩-০ ব্যবধানে বাংলাদেশের স্মরণীয় জয়ের পরিসমাপ্তি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X