রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি থেকে কত টাকা পায় বিসিবি, জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
বিসিবি ও আইসিসির লোগো
expand
বিসিবি ও আইসিসির লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট আয়ের বড় অংশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আসে এ নিয়ে সম্প্রতি ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা জোরালো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দাবি করেন, বিসিবির রাজস্বের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই আসে আইসিসি থেকে। তার এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়।

তামিম ইকবালের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ভিন্নমত প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়ান। এর পর থেকেই বিসিবির আয়ের প্রকৃত উৎস ও পরিমাণ নিয়ে আলোচনা সামনে আসে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানান, আইসিসি থেকে বছরে বিসিবি মোট আয়ের আনুমানিক ৫৫ থেকে ৬০ শতাংশ পেয়ে থাকে। তিনি স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক সময়ে বোর্ডের অভ্যন্তরীণ আয়ে কিছুটা ঘাটতি দেখা দিলেও আইসিসি থেকে বিসিবির আয় কখনোই ৯০ শতাংশ ছাড়ায় না।

আইসিসির লভ্যাংশ ছাড়াও বিসিবির আয়ের একাধিক উৎস রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক হোম সিরিজের সম্প্রচার স্বত্ব, বিভিন্ন স্পনসরশিপ চুক্তি, জাতীয় দলের টাইটেল স্পনসর, সিরিজভিত্তিক স্পনসর, কিট স্পনসরশিপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উল্লেখযোগ্য।

এ ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগসহ (সিসিডিএম) বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট—জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) থেকেও বোর্ড রাজস্ব পায়। স্টেডিয়ামে টিকিট বিক্রি, গ্রাউন্ড রাইটস, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত অংশীদারি অর্থ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানতের সুদও বিসিবির মোট আয়ের গুরুত্বপূর্ণ অংশ।

সব মিলিয়ে দেখা যায়, আইসিসি বিসিবির আয়ের বড় উৎস হলেও বোর্ডের রাজস্ব কাঠামো একাধিক খাতনির্ভর এবং পুরোপুরি আইসিসির ওপর নির্ভরশীল নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X