

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর আবারও ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথমবার ১–০ গোলে পরাজিত হয় ব্লু টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা লুকাননি ভারতের প্রধান কোচ খালিদ জামিল।
তিনি বলেন,পরাজয়টা খুব কষ্টদায়ক। এটা দুর্ভাগ্য নয় ফুটবলে এমনই হয়। জয়ের জন্য যত কঠিন লড়াই দরকার, আমরা সেই পর্যায়ের পরিশ্রম করতে পারিনি। তিন পয়েন্ট পেতে হলে মাঠে তার প্রমাণ দিতে হয়।
ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অন্যতম সেরা পারফরম্যান্স দেখান হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের বিপজ্জনক শট ক্লিয়ার করে দলকে সমতায় রাখেন তিনি। তবে শুধু হামজাকে নয়, পুরো বাংলাদেশ দলের পারফরম্যান্সেরই প্রশংসা করেন খালিদ।
তার ভাষায়, আপনারা দেখেছেন, আমাদের যে গোলগুলো হজম করতে হয়েছে, সেগুলো মূলত কাউন্টার-অ্যাটাক থেকে। বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ই ভালো খেলেছে শুধু একজন নয়।
ম্যাচে উত্তেজনার মুহূর্তও ছিল। প্রথমার্ধের শেষদিকে তপু বর্মনের একটি ফাউলকে ঘিরে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রেফারি তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান।
এই ঘটনা নিয়ে ভারতের কোচ বলেন, এ ধরনের মুহূর্ত ফুটবলে থাকেই। কখনো শরীরী লড়াই, কখনো আবেগ খেলার অংশ হিসেবেই এগুলো নিতে হয়।
মন্তব্য করুন
