সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:১২ এএম
কেয়া পায়েল ও খায়রুল বাশার
expand
কেয়া পায়েল ও খায়রুল বাশার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা উসকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনেতাকে নিয়ে অভিনেত্রীর ভাবনা, দুই তারকার রসায়ন ভাবিয়ে তুলছে নেটিজেনরা।

টেলিভিশন পর্দায় কেয়া পায়েল ও খায়রুল বাশারের জুটি বরাবরই দর্শকদের কাছে আলাদা আকর্ষণের।

তাদের অভিনীত নাটকে রোমান্টিক রসায়ন বারবার প্রশংসা কুড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই জুটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর শুধু পর্দার গল্পে সীমাবদ্ধ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাশারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল।

ছবিতে দুজনকেই দেখা যায় স্বচ্ছন্দ ও হাসিখুশি মুহূর্তে। তবে ভক্তদের দৃষ্টি কেড়েছে ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনটি। সেখানে কেয়া লেখেন, “যদি সত্যিই জানতে চাও, তোমাকেই চাই।”

এই এক লাইনের ক্যাপশনই নেটিজেনদের মধ্যে তৈরি করেছে নানা প্রশ্ন। অনেকেই ভাবছেন- এটি কি কোনো নাটকের সংলাপ, নাকি বাস্তব জীবনের অনুভূতির ইঙ্গিত? বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাশার একসঙ্গে অভিনয় করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ।

পারিবারিক সম্পর্ক, আবেগ ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটিতে তাদের অনস্ক্রিন রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে।

উল্লেখ্য, নাটকটির গল্প জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত। শক্তিশালী গল্প ও অভিনয়ের কারণে নাটকটি অল্প সময়েই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

পর্দার প্রেম কি সত্যিই বাস্তবে রূপ নিচ্ছে-নাকি সবটাই গল্পের অংশ, সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X