সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল
expand
বাংলাদেশ ক্রিকেট দল

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। নিরাপত্তা উদ্বেগ এবং ‘মুস্তাফিজ বিতর্ক’-এর কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান—বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরেই মূলত ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে।

এই অবস্থায় বিসিবি চায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিস্তারিত ব্যাখ্যাসহ ই-মেইল পাঠিয়েছে তারা। দ্বিতীয় দফার চিঠির পরও এখনো আইসিসির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এর মধ্যেই পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পিসিবি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তারা জানায়, বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকেও জানানো হয়েছে। পিসিবির দাবি, পাকিস্তানের আন্তর্জাতিক মানের সব স্টেডিয়াম বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে তারা আত্মবিশ্বাসের ভিত্তি হিসেবে দেখাচ্ছে।

নিরাপত্তা শঙ্কা ও জাতীয় মর্যাদার প্রশ্নে বিসিবির কঠোর অবস্থান আইসিসিকে বেশ চাপে ফেলেছে। এই সংকট নিরসনে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। ঠিক এমন সময়ে পিসিবির আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X